dc.description.abstract |
সরকারি চাকরির আবেদনের ক্ষেত্রে আবেদন ফির অপারেটর-কমিশনের অংশের ওপর সম্প্রতি ১৫ শতাংশ হারে ভ্যাট আরোপ করেছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। এটি আয়হীন অসহায় বেকারদের ওপর অনেকটাই মড়ার উপর খাঁড়ার ঘার মতো। সরকারি চাকরির আবেদনের ক্ষেত্রে বর্তমানে যে হারে ফি আদায় করা হচ্ছে, সেটাকেই সাধারণ মানুষ মাত্রাতিরিক্ত বলে মনে করে। এ অবস্থায় এ ক্ষেত্রে নতুন করে ভ্যাট আরোপ নিঃসন্দেহে অন্যায় ও অন্যায্য এবং সে কারণে স্পষ্টতই এটি একটি রাষ্ট্রীয় অনাচার, তা পরিমাণে সেটি যত সামান্যই হোক না কেন। এখন প্রশ্ন হচ্ছে, এরূপ একটি অন্যায় ও অন্যায্য পদক্ষেপ তাহলে সরকার গ্রহণ করল কেন? |
en_US |