DSpace Repository

ফিলিস্তিনের ৫০ ছাত্রী কে বিনা খরচে পড়াবে ড্যাফোডিল ইউনিভার্সিটির্সি

Show simple item record

dc.contributor.author আলো, প্রথম
dc.date.accessioned 2024-05-16T05:35:11Z
dc.date.available 2024-05-16T05:35:11Z
dc.date.issued 2024-05-06
dc.identifier.uri http://dspace.daffodilvarsity.edu.bd:8080/handle/123456789/12373
dc.description.abstract ফিলিস্তিনের গাজার ৫০ ছাত্রীকে বিনা খরচে পড়ানোর ঘোষণা দিয়েছে ঢাকার সাভারে অবস্থিত বেসরকারি ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির্সি (ডিআইইউ) কর্তৃপর্তৃ ক্ষ। আজ রোববার সাভারে ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির্সি পরিদর্শন করেন বাংলাদেশে নিযুক্তযু ফিলিস্তিনের রাষ্ট্রদূত ইউ দূ সুফ এস ও সু য়াই রামাদান। এ সময় তিনি বিশ্ববিদ্যালয়ের শীর্ষ ব্যবস্থাপনা পর্ষদের্ষ র সঙ্গে বৈঠক করেন। বৈঠকে ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির্সি কর্তৃপর্তৃ ক্ষ ফিলিস্তিনের গাজার ৫০ ছাত্রীর জন্য সম্পূর্ণ বিনা খরচে বৃত্তি ঘোষণা করেন। আজ সন্ধ্যায় এক বিজ্ঞপ্তির মাধ্যমে এসব তথ্য জানায় ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির্সি কর্তৃপর্তৃ ক্ষ। বিজ্ঞপ্তিতে বলা হয়, বাংলাদেশে নিযুক্তযু ফিলিস্তিনের রাষ্ট্রদূত ইউ দূ সুফ এস ও সু য়াই রামাদান আজ রোববার ডিআইইউ পরিদর্শন করেন এবং বিশ্ববিদ্যালয়ের শীর্ষ ব্যবস্থাপনা পর্ষদের্ষ র সঙ্গে এক সভায় মিলিত হন। সভায় ডিআইইউ কর্তৃপর্তৃ ক্ষ ফিলিস্থিনের গাজা এলাকার ৫০ ছাত্রীর জন্য সম্পূর্ণ বিনা খরচে বৃত্তি প্রদানের ঘোষণা করে। এ বৃত্তির অধীন ৫০ ছাত্রী চলতি বছরের ফল সেমিস্টারে একাডেমিক প্রয়োজনীয়তা পূরণ পূ সাপেক্ষ সম্পূর্ণ বিনা খরচে বৃত্তিসহ ১ জুলাই শিক্ষা কার্যক্রর্য ম শুরু করতে পারবে ন। বিজ্ঞপ্তিতে বলা হয়, ডিআইইউ বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের জন্য ড্যাফোডিল স্মার্ট সিটিতে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে মেয়েদের আবাসিক হলগুলোতে আবাসনের সুবিসু ধা প্রদান করবে । শিক্ষার্থীদের গুণগত শিক্ষার পাশাপাশি তাঁ দের সাইকো সোশ্যাল সাপোর্টও র্ট নিশ্চিত করা হবে । নির্বা চিত ছাত্র-ছাত্রীদের জীবিকা নির্বা হের বিষয়ে ডিআইইউ ক্যাম্পাসে তাঁ দের জন্য নিরাপদ ও স্বাস্থ্যকর জীবনযাপন এবং অধ্যয়নের পরিবে শ নিশ্চিত করার জন্য উপযুক্তযু স্পনসর খুঁজখুঁ তে একসঙ্গে কাজ করবে । এই বৃত্তি প্রদানের মাধ্যমে ডিআইইউ উচ্চাকাঙ্ক্ষী শিক্ষার্থীদের শিক্ষা গ্রহণের জন্য একটি ঘরোয়া ও অনুকূনুকূল পরিবে শ প্রদান করতে সক্ষম হবে এবং দুই দু দেশের মধ্যে বন্ধুত্ব ও সমর্থনের্থ র একটি নতুন দিগন্ত উন্মোচিত হবে । অনুষ্ঠা নু নে ডিআইইউর ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান মো. সবুর খান, উপাচার্য এম র্য লুৎফর রহমান, সহ-উপাচার্য এস এম র্য মাহাবুব উল হক মজুমদার, ট্রাস্ট্রি বোর্ডের সদস্য মোহাম্মদ ইমরান হোসেন, বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তিযু অনুষনু দের ডিন অধ্যাপক সৈয়দ আক্তার হোসেন, বাণিজ্য ও উদ্যোক্তা বৃত্তি অনুষনু দের ডিন মো. মাসুম ইক সু বাল, হেলথ অ্যান্ড লাইফ সায়েন্সেস অনুষনু দের ডিন মো. বেলাল হোসেন, রেজিস্ট্রার নাদির বিন আলী এবং আহসানউল্লাহ বিজ্ঞান ও প্রযুক্তিযু বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত উপাচার্য মোহাম্মদ মাহাবুবুর রহমান উপস্থিত ছিলেন। en_US
dc.publisher প্রথম আলো en_US
dc.subject বৃত্তি,সাইকো সোশ্যাল সাপোর্ট en_US
dc.title ফিলিস্তিনের ৫০ ছাত্রী কে বিনা খরচে পড়াবে ড্যাফোডিল ইউনিভার্সিটির্সি en_US
dc.type Other en_US


Files in this item

This item appears in the following Collection(s)

Show simple item record

Search DSpace


Browse

My Account