Abstract:
ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির সার্বিক তত্ত্বাবধানে ইন্টারন্যাশনাল কলেজিয়েট প্রোগ্রামিং প্রতিযোগিতা (আইসিপিসি) ঢাকা আঞ্চলিক পর্ব ৭ ডিসেম্বর শুরু হবে। সাভারের ড্যাফোডিল স্মার্ট সিটি ক্যাম্পাসের স্বাধীনতা সম্মেলন কেন্দ্রে সকাল ৮টা থেকে রাত ৯টা পর্যন্ত প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে। রোববার (২৪ নভেম্বর) সকালে রাজধানীর জাতীয় প্রেস ক্লাবে ঢাকা আঞ্চলিক আন্তর্জাতিক কলেজিয়েট প্রোগ্রামিং প্রতিযোগিতা-২০২৪ এর আয়োজন নিয়ে মিট দ্যা প্রেসে এসব তথ্য তুলে ধরেন আয়োজকরা।