Abstract:
ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি (DIU) মঙ্গলবার অনন্য গৌরবের মুহূর্তের সাক্ষী হয়। পর্তুগিজ রাজপরিবারের প্রধান ব্র্যাজা ডিউক তার রাজকীয় সফরে সাবারের বিরলিয়ায় DIU ক্যাম্পাসে ড্যাফোডিল স্মার্ট সিটিতে যান। এ সফরের আকর্ষণ ছিল লন্ডন টি এক্সচেঞ্জের সঙ্গে বিশ্ববিদ্যালয়টির কৌশলগত অংশীদারত্ব স্বাক্ষরের অনুষ্ঠান, যা ভবিষ্যতে শিক্ষা, সংস্কৃতি ও আন্তর্জাতিক সহযোগিতার নতুন দিগন্ত উন্মোচন করবে। এছাড়া এ সফরের মাধ্যমে ফেয়ার পে চার্টারের বাংলাদেশ অ্যাম্বাসেডর হিসেবে DIU চেয়ারম্যান সবার খানের নাম আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়।